শিরোনাম
◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি করছে সরকার

এবার কম দামে ইলিশ বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। সংস্থাটি জানিয়েছে, ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ মাছ কেজিপ্রতি ৬০০ টাকা দরে বিক্রি করছে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্য বিতানে এই মাছ বিক্রি শুরু হয়েছে।  অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

ইলিশ মাছ বিপণন কর্মসূচি বাস্তবায়িত করতে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন।

বিএফডিসি'‌র তথ্য অনুযায়ী, সাশ্রয়ী মূল্যে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার জন্য দাম কমিয়ে ইলিশ বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি সংবাদমাধ্যমে বলেন, '‌ইলিশ মাছের জোগান না থাকায় দাম বাড়ছে। এ কারণে বিএফডিসি ভর্তুকি মূল্যে ইলিশ মাছ বিক্রির দায়িত্ব হাতে নিয়েছে। আমরা প্রায় ১ হাজার ৭০০ কেজির দুটি চালান হাতে পেয়েছি।'‌

অন্যদিকে, বিক্রয়যোগ্য ইলিশ মাছের পরিমাণ ৮৫০ কেজি। ক্রেতারা আগে এলে আগে পাবেন ভিত্তিতে ইলিশ মাছ বিক্রি করা হবে।

এই বিষয়ে সুরাইয়া আখতার জাহান বলেন, '‌ক্রেতাদের কথা মাথা রেখে টিসিবির মতো রেশনিং করে বিক্রি করা হবে। একেকজন গড়ে বিএফডসির নিজস্ব প্যাকেটজাত এক প্যাকেটে এক থেকে দেড় কেজি মাছ কিনতে পারবেন।'‌

এই ইলিশ মাছ ফিশিং জাহাজের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে ধরা হয়েছে বলে জানা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়