শিরোনাম
◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৪, ০১:১৯ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বল্প মজুরির শ্রমিকের তালিকায় দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ

শ্রমিকদের স্বল্প মজুরি দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভুটান। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘গ্লোবাল ওয়েজ রিপোর্ট ২০২৪-২৫’-এ এমন তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শ্রমিকদের মধ্যে স্বল্প মজুরির শ্রমিক ১১ দশমিক ২ শতাংশ। শ্রীলঙ্কায় ২৫ দশমিক ৯ ও ভুটানে ১৩ দশমিক ৮ শতাংশ শ্রমিক স্বল্প মজুরি পেয়ে থাকেন।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে স্বল্প মজুরির শ্রমিকের অনুপাত সবচেয়ে কম ৯ দশমিক ৪ শতাংশ। এরপর রয়েছে ভারত এবং সে দেশের স্বল্প মজুরির শ্রমিকের অনুপাত ১১ দশমিক ৫ শতাংশ।

এতে আরও বলা হয়, বৈশ্বিক পর্যায়ে স্বল্প মজুরির শ্রমিকের মধ্যে নারীদের অংশ বেশি, যা মোট শ্রমিকের প্রায় অর্ধেক। স্বল্প মজুরি পাওয়া শ্রমিকদের মধ্যে নারীদের এই বৃহত্তর অংশ তালিকায় থাকা সব দেশের মধ্যে রয়েছে। এ ছাড়া স্বল্প মজুরি পাওয়া শ্রমিকের তালিকায় অভিবাসী শ্রমিকদের বড় একটি অংশ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০০০ সাল থেকে সব দেশে প্রায় দুই-তৃতীয়াংশ মজুরিবৈষম্য কমেছে। সবচেয়ে উল্লেখযোগ্য মজুরিবৈষম্য কমেছে নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে। অন্যদিকে ধনী দেশগুলোতে মজুরিবৈষম্য ধীরগতিতে কমছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মজুরি মূল্যস্ফীতির চেয়ে দ্রুত বাড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়