শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় নিত্যপ্রয়োজনীয় পন্যে মূল্যবৃদ্ধি, হিমশিম ক্রেতাদের

আবু নাসের, সালথা: [২] ফরিদপুরের সালথায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, মাংস, মুরগি ও ডিমের মূল্য বৃদ্ধি পাচ্ছে। দাম বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্দ্ধগতি ঠেকাতে কাজ করছে প্রশাসন। 

[৩] সালথা বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, গত কয়েক মাসের চেয়ে বর্তমানে সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। কাঁচা মাল, ডিম, মুরগি, মাংস ও চালসহ সব ধরণের দ্রব্য ক্রয় করতে আসলে হিমশিম খেতে হয় তাদের। 

[৪] সালথা বাজারের চাল ব্যবসায়ী মুরাদ হোসেন জানান, আগের চেয়ে বাজারে চালের মুল্যে কেজি প্রতি ২/৩ টাকা করে বেড়েছে। বর্তমানে বাজারে মোটা চাউল খুচরা মুল্য ৪৫ টাকা কেজি। আঠাশ জাতের চাল ৫৪ টাকা কেজি, কাজল লতা ৫৮ টাকা কেজি, পাইজাম ৫৫ টাকা কেজি। মিনিকেট ৭০ টাকা কেজি। বাঁশমতি ৮০ টাকা কেজি ও পোলার চাল ১০০ টাকা কেজি। 

[৫] মাংস ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, আগের চেয়ে ১০০ টাকা করে বেড়েছে মাংসের দাম। বর্তমানে বাজারে ষাড় গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা, গাভী গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংস ৯০০ থেকে ১১০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। 

[৬] মুরগী ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, অতিরিক্ত দাম বৃদ্ধি পেয়েছে মুরগির। দেশি মুরগি ৬০০ টাকা কেজি, লেয়ার মুরগী ৩৬০ টাকা কেজি, সোনালী মুরগি ৩৩০ টাকা কেজি ও ব্রয়লার ২০০ টাকা কেজি। এছাড়াও ব্রয়লার মুরগীর ডিম প্রতি হালি ৫৫টাকা। দেশি মুরগীর ডিম ৬০ টাকা ও হাসের ডিম প্রতি হালি ৭০ টাকা।

[৭] উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, নিত্যপণ্যের মুল্যে স্বাভাবিক রাখতে মাঝে মাঝে বাজার মনিটরিং করা হয়। সরকারী নিধারিত মুল্যের চেয়ে যাতে নিত্যেপণ্যের মুল্যে বৃদ্ধি না হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়