শিরোনাম

প্রকাশিত : ০৪ মে, ২০২৪, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৪, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এপ্রিল মাসে রেমিট্যান্স আয়ে ব্যতিক্রমী চমক

সালেহ ইমরান: [২] প্রবাসী অর্থ প্রবাহ অর্থাৎ রেমিট্যান্স আয়ে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে সদ্য সমাপ্ত এপ্রিল মাসে। সাধারণত ঈদের আগে প্রবাসীরা স্বজনদের কাছে অর্থ পাঠানোর কারণে রেমিট্যান্স আয় অনেক বেড়ে যায়। ঈদের পরে সেটা আবার অনেক কমে যায়। কিন্তু এ বছর ঈদের পর এপ্রিলের শেষ চারদিনে রেমিট্যান্স এসেছে গড়ে সাড়ে ৯ কোটি ডলার। শুধুমাত্র শেষ দিনেই এসেছে ১৩ কোটি ডলার। (বাংলাদেশ ব্যাংক)

[৩] এপ্রিল মাসের প্রথম ১২ দিন গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৩০ লাখ ডলার। আর শেষ চারদিনে  এসেছে গড়ে সাড়ে ৯ কোটি ডলার। শুধুমাত্র শেষদিনে এসেছে ১৩ কোটি ডলার। এই মাসে রেমিট্যান্সের মোট পরিমাণ ২০৪ কোটি ডলার। (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ০৩-০৫-২০২৪) 

[৪] বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২০ কোটি ডলার। ফেব্রুয়ারি মাসে এসেছে ২১৬ কোটি ডলার আর মার্চ মাসে প্রায় ২০০ কোটি ডলার। আর গত বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে এেিসছলো ১১৯ কোটি ডলার। (ডেইলি স্টার ০৩-০৫-২০২৪)

[৫] এর আগে ২০২৩ সালে হুণ্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিলো। ২০২২-২৩ অর্থ বছরে রেমিট্যান্সের অঙ্ক পৌঁছায় ২ হাজার ১৬১ কোটি ডলারে- যেটা এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আর করোনার ২০২০-২১ সালে সর্বোচ্চ ২ হাজার ৪৭৭ কোটি টাকার রেমিট্যান্স আসে। করোনা সংক্রমণের আগে ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্স এসেছিলো ১ হাজার ৮০০ কোটি ডলার। (কেন্দ্রীয় ব্যাংক ডাটা) 

[৬] এপ্রিল মাসে রেমিট্যান্স এতো বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে  জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, ইতিবাচক ব্যাপারটি যাচাই করে দেখা হচ্ছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়