শিরোনাম
◈ অবহেলায় হাসপাতালের সামনে গুলিবিদ্ধ ইসমাইলের মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৫ ◈ আওয়ামী লীগ সরকার মাদ্রাসা গুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করতো  ◈ সীমান্তে কাঁটাতারের বেড়ায় কেন কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ? ◈ বিল গেটস যে ১০ বিষয়ে ঠিকঠাক বলেছিলেন ২৫ বছর আগেই ◈ এনসিটিবির সামনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে পাহাড়ি ছাত্র-পরিষদের মামলা ◈ ট্রাম্পের জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন সোমবার ◈ গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি অনুমোদন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় ◈ মায়ের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান (ভিডিও) ◈ আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব নয়: সারজিস আলম (ভিডিও) ◈ রংপুর যেনো মুক্তবিহঙ্গ, বিপিএলে টানা অষ্টম জয়

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ১০:৫৭ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষুব্ধ প্রতিক্রিয়া রিহ্যাবের, মতামত ছাড়াই ইমারত নির্মাণ বিধিমালা প্রস্তুত

আমিনুল ইসলাম: [২] আবাসন শিল্পের বৃহৎ স্টেক হোল্ডার রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব এর মতামত ছাড়াই ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২৪ এর খড়সা তৈরি করা হয়েছে। শুধু তাই নয় খসড়াটি আগামী ৭ (১৬ এপ্রিল থেকে দিন গণনা শুরু) কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করা হবে। মতামত ছাড়াই ইমারত নির্মাণ বিধিমালা প্রস্তুত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রিহ্যাব সদস্যরা। 

[৩] খসড়া ইমারত নির্মাণ বিধিমালায় যে ভাবে নতুন আইন তৈরি করা হচ্ছে তাতে মারাক্তকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে সাধারণ নাগরিক, ভূমি মালিক ও ভবন মালিকদের। একই সাথে ক্ষতিগ্রস্ত হবে আবাসন শিল্প। কারণ নতুন বিধিমালা অনুয়ায়ী ভবনের উচ্চতা ও আয়তন কমবে, একই সাথে ফ্ল্যাট এর সংখ্যা হ্রাস পাবে। এতে আমাদের কৃষি জমির উপর চাপ বাড়বে এবং আগামীতে জমির সংকট আরো  ঘুনিভূত হবে। সেই সাথে  ফ্ল্যাটের দাম বাড়ার পাশাপাশি বাসা ভাড়া বাড়বে। বাসা ভাড়ার চাপ সামাল দিতে না পেরে অনেক নাগরিকেরই ঢাকা ত্যাগ করতে বাধ্য হবেন। একই সাথে বাড়বে সাবলেট। ফলে নগর জীবন ব্যবস্থায় অসংখ্য জটিতলা তৈরি হবে এবং সংকটে পড়বে আবাসন খাত। আবাসন খাত সংকটে পড়বে সামগ্রিক অর্থনীতিই ক্ষতিগ্রস্থ হবে।

[৪] সংক্ষুব্ধ প্রতিক্রিয়াই রিহ্যাব নেতারা বলেন, ইতিপূর্বে বিভিন্ন বিধিমালা প্রস্তুতকালেই রিহ্যাবকে সম্পৃক্ত করা হয়েছে। স্টেক হোল্ডার হিসেবে এই বিধিমালার খসড়া প্রণয়নে রিহ্যাবের লিখিত মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়নি। মূলতঃ একতরফা ভাবেই এই ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২৪ এর খসড়া তৈরি করা হয়েছে, যা সত্যি অনভিপ্রেত।

[৫] তারা আরো বলেন, সরকারের আইন ও বিধি সমূহ বাস্তবায়নের মাধ্যমে রিহ্যাব সদস্যরা পরিকল্পিত নগরায়নের মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। রিহ্যাব সদস্যগণ বিভিন্ন ভবন তৈরি করে ঢাকা শহরের আবাসন সমস্যা সমাধানে কাজ করছে। রিহ্যাব সদস্যগণ প্রকল্প বাস্তবায়নে বাস্তবসম্মত তাত্বিক ও প্রায়োগিক জটিলতার সমাধানের মাধ্যমে প্রকল্প সম্পন্ন করে। বাস্তবায়ন পর্যায়ের অভিজ্ঞতা ও কর্মপরিকল্পনা কার্যকর করার ক্ষেত্রে প্রকল্পের সমস্যা ও অসুবিধাসমূহ রিহ্যাব সদস্যরাই মোকাবেলা করে। এজন্য উক্ত বিধিমালার খসড়া প্রস্তুত করার ক্ষেত্রে রিহ্যাবের সুপারিশ ও মতামত গ্রহণ করার আহ্বান জানান নেতারা।

এআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়