মোস্তফিজুর রহমান: [২] যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কার চালক আহত। তার নাম শহিদুল ইসলাম(৫৫) পেশায় তিনি প্রাইভেট কার চালক।
[৩] সোমবার দিবাগত রাত রাত দেড়টার দিকে আনুমানিক শনির আখড়া বাগান বাড়ি মসজিদ গলি এলাকায় বাসার অদুরে এ ঘটনাটি ঘটে।
[৪] আহতের ভাতিজা সাবিব ইসলাম বলেন, তার কাকা শহিদুল ইসলাম পেশায় একজন ড্রাইভার কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন সে সময় বাসার নিচে মসজিদ গলিতে ৩ জন ছিনতাইকারী তার রাস্তা গতিরোধ করে, তার গলার নিচে ও ডান হাতে ছুরিকাঘাত করে আহত করে।
[৫] তার কাছে থাকা ১০,৫০০ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে আহত অবস্থায় রাতেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
[৬] ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন আহত শহিদুল বর্তমানে এখানে চিকিৎসাধীন রয়েছে। সম্পাদনা: ইকবাল খান
এমআর/আইকে/এইচএ