বশির উদ্দিন, ডেমরা (ঢাকা): [২] রাজধানীর ডেমরায় আদালতে দায়ের করা ১০ লক্ষ্য টাকার চেক ডিজঅনার মামলায় মো.মেহেদি হাসান (৩৬) নামে গ্রেপ্তার এক ব্যবসায়ীকে আদালতে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।
[৩] মঙ্গলবার সকালে ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা ও কুমিল্লার মো. মোশারফ হোসেনের ছেলে।
[৪] এ বিষয়ে ডেমরা থানার ওয়ারেন্ট অফিসার এএসআই মো. বজলু জানান, গত দুই বছর আগে হাজী মঞ্জুর আহম্মেদ হিরা নামে বন্ধুর সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করেন। কিছু দিন যেতেই মেহেদি হাসান ব্যবসার টাকা ও হিসাবে গড়মিল করতে থাকেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হিরা তার পাওনা টাকা চেকের মাধ্যমে নিতে গেলে ব্যাংকে ওই চেক পাশ হয়না। তাই বাধ্য হয়ে হিরা এ বছর আদালতে মেহেদির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করেন। ওই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গত কয়েকদিন আগে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ আসে। আর ওই নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।
[৫] এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, যৌথ ব্যবসায় সমস্যা হলে আদালতে মামলা করেন হিরা। ওই মামলায় আদালতের নির্দেশে মেহেদিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :