শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৪০ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ীতে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আঃ হান্নান এবং বয়স (৩৮)। পেশায় তিনি রাজমিস্ত্রি সহকারী ছিলেন।

এ খবর জানান, যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই কাউসার আহমেদ টিটু। তিনি বলেন, খবর পেয়ে শনিবার সকাল ৯টায় কাজলা নয়া নগর খান প্যালেসের গাড়ি পার্কিং এর স্থানে সিলিং এর সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, খান প্যালেসে মৃতের বড় ভাই আঃ মান্নান নিরাপত্তা কর্মী। গতকাল রাতে তার ছোট ভাই হান্নানকে খান প্যালেসের গাড়ি পার্কিং রাখার স্থানে রেখে বাসায় যান। শনিবার সকালে ফিরে এসে দেখেন সিলিং এর সহিত গলায় ফাঁস লাগিয়েছে। পরে যাত্রাবাড়ী থানায় খবর দেন।

এসআই আরো বলেন প্রাথমিক ভাবে জানা যায়, মৃত হান্নানের শারীরিক সমস্যা ছিল ও ঋণগ্রস্থ ছিল। পারিবারিক কলহে সে আত্মহত্যা করতে পারে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতের ভাতিজির স্বামী মোঃ জুয়েল রানা বলেন, গতকাল রাতে চাচা শশুর আব্দুল হান্নান স্ত্রী পপি বেগমের ও তার শাশুড়ির সঙ্গে মোবাইলে ঝগড়া হয়েছিল। ‌হয়তো পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়