শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৭:২২ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে জমিতে পানি দেওয়া নিয়ে চাষীকে মারপিট

মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া): জেলার আদমদীঘিতে জমিতে পানি দেওয়া নিয়ে মোফাজ্জল (২৮) নামের এক চাষীকে মারপিটের ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহত মোফাজ্জলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ 

এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগীর বাবা আফজাল হোসেন বাদী হয়ে দুইজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বড়িয়াবার্তা গ্রামে আফজাল হোসেন প্রামানিকের ছেলে মোফাজ্জলের সঙ্গে একই গ্রামের সিরাজুল ইসলাম ও অহিদুলের গভীর নলকূপ থেকে শাক-সবজি জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সিরাজুল ইসলাম ও অহিদুল লোহার রড, লাঠিসোটা দিয়ে এলোপাথারিভাবে মোফাজ্জলকে আঘাত করে গুরুতর আহত করেন। খবর পেয়ে মোফাজ্জলের পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় মোফাজ্জলের বাবা আফজাল হোসেন বাদী হয়ে থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

আদমদীঘি থানার উপ পরিদর্শক হযরত আলী জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়