মোস্তাফিজুর রহমান: ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক কারাবন্দি কয়েদির ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু। বৃহস্পতিবার (১ জুন) সকাল ৬টা ২৭ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে মারা যান তিনি।
মৃত মোঃ ইসরাইল (৫০) ইসরাইল, রাজশাহী গোদাগাড়ী থানার আচুয়া ভাটা গ্রামের মৃত কুদ্দুস মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাতে কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায়, কারাকর্তিপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ল্ড ভর্তি করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, তিনি মাদক মামলায় রাজশাহী কারাগারে সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন।
এমআর/এইচএ
আপনার মতামত লিখুন :