মো. রফিকুল ইসলাম মিঠু, (উত্তরা) ঢাকা: সাভারের ব্যাংক কলোনি অ্যাসেট স্কুল-২ সংলগ্ন এলাকা থেকে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ মে) সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকাল ৮টায় ওই এলাকার রিতা ভিলার সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম ববিতা আক্তার (৩৫)। তিনি নেত্রকোণা জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিন্তু বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, স্থানীয়রা বুধবার সকালে বাড়ির সিঁড়ির নিচে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় সংবাদ দেয়। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, বুধবার সকালে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
এমআরআইএম/এইচএ