শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৫:২৩ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাব পরিচয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত দুইজন

মাহবুব সৈয়দ, নরসিংদী: পলাশে র‌্যাব পরিচয়ে অটো রিকশা ছিনতাই কালে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মুসা বিন হাকিম ডিগ্রী কলেজের সামনে থেকে গ্রামবাসীর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের ভোলা সদর উপজেলার আলী হোসেনের ছেলে আব্দুল করিম মিয়া (৪৩) ও বরগুনা জেলার মো. বেলায়েত হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৪৫)। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তারকৃতরা বৃহস্পতিবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসট্যান্ড থেকে একটি অটো রিকশা ভাড়া নিয়ে ঘোড়াশাল রেল স্টেশন সংলগ্ন মুসা বিন হাকিম ডিগ্রী কলেজের সামনে গিয়ে অটো রিকশার গতিরোধ করে নিজেদেরকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে অটো রিকশাটি ছিনতাই করার চেষ্টা করে। এসময় তাদের আচার-আচরণে উপস্থিত জনতার সন্দেহ হলে তাদের আটকিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে ঘোড়াশাল পুলিশ ফাড়ির এএসআই (পিপিএম) হারুন অর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে। 

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত আরো একটি সিএনজি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। এছাড়া গ্রেপ্তারকৃত আব্দুল করিম মিয়া ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও জানান ওসি। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়