শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০২:৩৪ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাব- রেজিস্ট্রি অফিসে ছদ্মবেশে দুদক 

দুদক 

বিপ্লব সিকদার: লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার সাব- রেজিস্ট্রি অফিসে ছদ্মবেশে দুদক অভিযান পরিচালনা করেছে। বুধবার (২৯ মার্চ) চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম এ অভিযান পরিচালনা করেছে। ছদ্মবেশী টিম এ সময় অনিয়ম পায়। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সূত্র জানায়, সাব- রেজিস্ট্রি অফিস, রায়পুর, লক্ষ্মীপুরের গ্রাহকের দলিল রেজিস্ট্রি বাবদ কর্মকর্তাদের নামে ঘুষ দাবির অভিযোগে দুদক, চাঁদপুর জেলা কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে নৈশ প্রহরী কাম ঝাড়ুদাড়ের গতিবিধি লক্ষ্য করে। অভিযুক্ত ব্যক্তিকে অফিস কক্ষে বসে দলিল করতে আসা দাতা গ্রহীতার সাথে আলোচনারত অবস্থায় দেখা যায়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জানান, দীর্ঘদিন এই অফিসে কর্মরত থাকার কারনে দলিলসংক্রান্ত বিষয়ে সেবাগ্রহীতা ও সাবরেজিস্ট্রারকে সহযোগিতা করে থাকেন। টিম তার মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে অবৈধ লেনদেনের ও যোগাযোগ তথ্য পাওয়া যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট সাব-রেজিস্টার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারননি। তিনি কর্মচারীদের মধ্যে দায়িত্ব পুনঃবন্টন করে কাজে নিয়োজিত রাখবেন মর্মে অঙ্গীকার করেন। পরবর্তীতে টিম  জেলা রেজিস্টারকে প্রাপ্ত তথ্য সম্পর্কে অবহিত করে।

বিএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়