বিপ্লব সিকদার: মিরপুর পল্লবী জোনের ডেসকোর কর্মকর্তার বিরুদ্ধে ঘুসের বিনিময়ে অবৈধ সংযোগ দেওয়ার সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৯ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ডেসকো, কালশী জোন, পল্লবী, মিরপুরের কর্মকর্তা এর বিরুদ্ধে অবৈধভাবে ঘুষের বিনিময়ে আবাসিক সংযোগ না দিয়ে বাণিজ্যিক সংযোগ প্রদানের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে দুদক টিম প্রথমে ডেসকো পল্লবী জোনের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধিসহ ঘটনাস্থলে অবৈধ সংযোগের সত্যতা পায়। টিম তাৎক্ষণিকভাবে ডেসকো কর্মচারীদের দ্বারা অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে এবং সংশ্লিষ্ট দপ্তরকে উক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বিএস/এইচএ