শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক 

দুদক

বিপ্লব সিকদার: রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।মঙ্গলবার (২৮ মার্চ) ফরিদপুর সমন্বিত জেলার দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। অনিয়ম ও অভিযোগের ব্যাপারে অফিস প্রধান উপসহকারী পরিচালক জনাব প্রবীর বড়ুয়াকে সতর্ক করা হয় এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায় সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর এর একটি এনফোর্সমেন্ট টিম রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে সেবা গ্রহিতাদের সাথে কথা বলে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পাসপোর্ট অফিসের সামনে আবেদন করিয়ে দেয়ার কম্পিউটার দোকানের দালাল ও অফিসের কর্মচারীদের যোগসূত্রে সরকারি ফির অতিরিক্ত অর্থ প্রদান করলে দ্রুত পাসপোর্ট পাওয়া যায় অন্যথায় ভোগান্তির শিকার হতে হয়। অভিযানকালে প্রাপ্ত অনিয়ম ও অভিযোগের ব্যাপারে অফিস প্রধান উপসহকারী পরিচালক জনাব প্রবীর বড়ুয়াকে সতর্ক করা হয় এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। টিম রেকর্ড পত্র পর্যালোচনা শেষে কমিশন বরাবর পুর্নাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়