শিরোনাম
◈ গ্রিনল্যান্ড দখলের চেষ্টা, ট্রাম্পকে সতর্ক করল ইউরোপের সাত দেশ ◈ সেন্ট মার্টিনকে চার জোনে ভাগ, রেস্ট্রিক্টেড জোনে প্রবেশ নিষিদ্ধ ◈ নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব ◈ নিলামে ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক ◈ নেপালে মসজিদ ভাঙচুরকে ঘিরে তীব্র উত্তেজনা: ভারত-নেপাল সীমান্ত বন্ধ ঘোষণা ও কারফিউ জারি ◈ নির্বাচনে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম বড় ঝুঁকি: সতর্ক করলেন দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ওসমান হাদির হত্যার পরিকল্পনাকারী কে এই বাপ্পি? ◈ বিশ্বকা‌পে আম্পা‌যা‌রিং কর‌তে ভারতে যাবেন বাংলাদেশের সৈকত? ◈ বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক ◈ আ.লীগ ভারতের সেবাদাস সরকার ছিল: সালাহউদ্দিন আহমদ (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক 

দুদক

বিপ্লব সিকদার: রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।মঙ্গলবার (২৮ মার্চ) ফরিদপুর সমন্বিত জেলার দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। অনিয়ম ও অভিযোগের ব্যাপারে অফিস প্রধান উপসহকারী পরিচালক জনাব প্রবীর বড়ুয়াকে সতর্ক করা হয় এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায় সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর এর একটি এনফোর্সমেন্ট টিম রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে সেবা গ্রহিতাদের সাথে কথা বলে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পাসপোর্ট অফিসের সামনে আবেদন করিয়ে দেয়ার কম্পিউটার দোকানের দালাল ও অফিসের কর্মচারীদের যোগসূত্রে সরকারি ফির অতিরিক্ত অর্থ প্রদান করলে দ্রুত পাসপোর্ট পাওয়া যায় অন্যথায় ভোগান্তির শিকার হতে হয়। অভিযানকালে প্রাপ্ত অনিয়ম ও অভিযোগের ব্যাপারে অফিস প্রধান উপসহকারী পরিচালক জনাব প্রবীর বড়ুয়াকে সতর্ক করা হয় এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। টিম রেকর্ড পত্র পর্যালোচনা শেষে কমিশন বরাবর পুর্নাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়