শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে দুই মাদক সেবির কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত ‍দুই মাদকসেবি

মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘিতে হেরোইন সেবনের অপরাধে দুই মাদকসেবিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার সান্তাহার মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মনিরা সুলতানা তাদের সাজা প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- সান্তাহার পোস্ট অফিস পাড়ার রমজান আলী আকন্দের ছেলে আব্দুল্লা হেল কাফি (৪২) ও সান্তাহার ঢাকাপট্রির মন্টু প্রসাদ গুপ্তের ছেলে নিত্য প্রসাদ গুপ্ত (৪৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার মাইক্রোবাস স্ট্যান্ডের এলাকায় একটি বাড়ির কক্ষে বসে হেরোইন সেবনকালে তাদেরকে আটক করা হয়। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা দুই হেরোইন সেবীর প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করেন দণ্ডপ্রাপ্তরা। ফলে শুধু তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড বহাল থাকে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়