ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে মরিয়ম বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে গুণধর ইউনিয়নের খয়রত গ্রামের পুরান বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মরিয়ম বেগম ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের ছনকান্দা গ্রামের আব্দুল মোতালিবের মেয়ে।
জানা যায়, মরিয়ম বেগম মানসিক বিকারগ্রস্ত ছিলেন। তার স্বামী নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভ্যান গাড়ি চালায়। সোমবার রাতে মরিয়ম তার চার সন্তান নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। ঠান্ডা অনুভূত হওয়ায় রাত বারোটার দিকে তার দ্বিতীয় সন্তান শান্তা মনি ঘুম থেকে উঠে (৮) গায়ে কম্বল জড়াতে যায়। এ সময় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের ধর্নায় মাকে ঝুলতে দেখে সে চিৎকার করতে থাকে। এ সময় মরিয়মের বড় ছেলে হোসাইন (১০), ছোট ছেলে হাসাইন (৬) ও ছোট মেয়ে মারিয়া (৪) ঘুম থেকে উঠে কান্নাকাটি করতে থাকে। তাদের কান্নাকাটিতে আশপাশের লোকজন জড়ো হয়। পরবর্তীতে থানায় ফোন করে খবর দেন তারা।
খবর গেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। মঙ্গলবার ভোর পাঁচটায় মরিয়মের স্বামী নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসে পৌঁছান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম সিদ্দিকী বলেন, মরিয়ম বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। সুরতহালে এ ঘটনাকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে