শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০২:৫৬ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মো. মশিউর রহমান, নাজিরপুর (পিরোজপুর): পিরোজপুরের নাজিরপুরে লেবুজিলবুনিয়া গ্রামের ফাতেমা বেগম (২৫) নামের এক গৃহবধূকে যৌতুকের দাবীতে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।

রোববার (২৬ মার্চ) উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের লেবুজিলবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে। ফাতেমা বেগম ওই গ্রামের মিল্লাত হাওলাদারের স্ত্রী, এবং দেউলবাড়ী ইউনিয়নের দেউলবাড়ী গ্রামের মো. রফিক মাঝির কন্যা।

এবিষয়ে রফিক মাঝি জানান, যৌতুকের দাবীতে বিগত দিনে বেশ কয়েকবার আমার জামাই মিল্লাত হাওলাদার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে আসছে। মেয়ের শান্তির কথা চিন্তা করে স্থানীয় ডাক্তারের চিকিৎসা নিয়ে সুস্থ করে তাকে স্বামীর ঘরে রেখে আসি। তারই ধারাবাহিকতায় রোববার বিকেল ৫টায় পুনরায় যৌতুকের দাবী করায় আমার মেয়ে অস্বীকৃতি জানালে তাকে নির্যাতন করে। আমি মোবাইল ফোনে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আমার মেয়েকে উদ্ধার করে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। 

এ ব্যাপারে আমি ঘটনার বিবরণ দিয়ে নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিপন পাল জানান, গতকাল ফাতেমা বেগম নামে একজন রোগী আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছ। আহতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি নাইট ডিউটি করায় বর্তমানে রেস্টে আছি ভর্তি রেজিষ্ট্রার না দেখে আহতের বিষয় বলতে পারছি না।

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনেছি। মেয়ের বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়