শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৯:২৪ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্মেন্টস কারখানার ভিতর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

আদনান হোসেন, ধামরাই (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে জয়পুরা এলাকায় অবস্থিত মমো ফ্যাশন লিঃ নামক পোশাক কারখানার ভিতর থেকে শামীম হোসেন (৩২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার (২৭ মার্চ) দুপুরে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার মমো ফ্যাশন গার্মেন্টস কারখানার ভিতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কারখানার শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে জানান শ্রমিকরা।

নিহত শামীম হোসেনের বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রোয়াপাড়া গ্রামের মো. আলম মিয়া ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে সাভার এলাকায় বাসা ভাড়া থাকতেন। 

জানা যায়, কারখানার প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। ইতিপূর্বে বেতন বকেয়া নিয়ে মাঝে মধ্যে ওই কারখানার শ্রমিক অসন্তোষ দেখা যায়। বিশেষ করে ঈদের সামনে শ্রমিকদের বেতন বকেয়া নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের সাথে বিরোধ চলে। এমনকি শ্রমিকরা মাঝে মধ্যে মহাসড়ক অবরোধ করা মত ঘটনাও ঘটেছে। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক শ্রমিক বলেন, কারখানার মালিক পক্ষ পুলিশকে খবর দিয়ে  দ্রুত লাশ থানায় পাঠিয়েছেন। কিন্তু শামীম কি ভাবে মারা গেছে তা সঠিক জানিনা।

এই বিষয়ে মমো ফ্যাশন লিঃ কারখানার এ্যাডমিন ম্যানেজার মো. বাদল হোসেন বলেন, আমার মনে হয় কাজ করার সময় বিদুৎস্পৃষ্টে করে মারা গেছে। মালিকের কথা জানতে চাইলে তিনি বলেন, কারখানার মালিক মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন।

এই বিষয়ে মালিক মো. মনির হোসেন বলেন, কারখানার ভিতরে শামীম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কি ভাবে মারা গেছে তা আমি বলতে পারবো না।

ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মো. আতিকুর রহমান বলেন, মমো ফ্যাশন গার্মেন্টস কারখানায় বিদ্যুৎ এ পৃষ্ঠ হয়ে শ্রমিক নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মরদেহটি ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়