মোস্তাফিজুর রহমান: রাজধানীর বাড্ডায় স্বামীর সাথে অভিমানে মোছাঃ মনোয়ারা আক্তার (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২৬ মার্চ) বিকেলে ৩টার দিকে মধ্য বাড্ডা বড় টেক ভারা বাসায় এ ঘটনা ঘটে।
মৃতার স্বামী শরিফুল ইসলাম অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে সন্ধ্যা পৌনে ৬ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরিফুল বলেন, ২০১৫ তে আমাদের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়। আমি হক ট্রেডিং কোম্পানির ইলেকট্রিক মালামাল সাপ্লাইয়ের কাজ করি। আমাদের ঘরে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। দুপুর দেড়টার দিকে ছেলে-মেয়েকে নিয়ে বাহিরে খেলনা কিনতে যাই। বাহির থেকে বাসায় ফিরে এসে দেখি ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে ।
তিনি আরো বলেন, আজ আমাদের মধ্যে কোন ঝগড়াই হয়নি, তবে মাঝেমধ্যে সে আমাকে খুবই সন্দেহ করতো। বাসায় ফিরলে বা আমি টাকা-পয়সা কোথাও নষ্ট করি কিনা এগুলো নিয়ে সব সময় সন্দেহের চোখেই দেখত। হয়তো সে কারণে অভিমানে আত্মহত্যা করতে পারে। এছাড়া অন্য কোন কারণ নেই বলে তিনি জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃতার স্বামী শরিফুলকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে রাখা হয়েছে।
মনোয়ারা নোয়াখালী জেলার সদর উপজেলার মধ্যম চারিপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে। ২ভাই ৩ বোনের মধ্যে সে ছিল ছোট।
এমআর/এনএইচ