শিরোনাম
◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে?

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৩, ০৬:০২ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২৩, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

আগুনে খড় পুরে গেছে

মো. জালাল উদ্দিন, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে আরজত আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে রাতের আধারে দুর্বৃত্তদের আগুন লাগানোর অভিযোগ উঠেছে। তিনি উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন।

শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার সময় উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ঘরে থাকা বাঁশ-কাঠের জিনিসপত্র, খড়, বৈদ্যুতিক তার পুড়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ অগ্নিকাণ্ডের বিষয়ে শনিবার সকালে কমলগঞ্জ থানার এস আই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশের একটা দল তদন্তে নেমেছে।  

বীর মুক্তিযোদ্ধা আরজত আলীর বড় ছেলে আলী হোসেন অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা শুক্রবার রাতে আমাদের বাড়িতে আগুন দেয়। আমাদের সাথে কারোর শত্রুতা নেই। আমরা তাড়াবির নামাজের জন্য মসজিদে যাই। এ সুযোগে কে বা কারা আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের বড় ধরনের ক্ষতির আগেই আমরা ও আশেপাশের প্রতিবেশিদের সবার সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এ বিষয়ে আমি কমলগঞ্জ থানায় অবগত করেছি। পুলিশ দ্রুত রাতে এসে বিষয়টি পর্যবেক্ষন করছে।

তিনি আরো বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। কারো কখনো ক্ষতি করেননি। আমাদেরও কারো সাথে কোন বিরোধ নেই, তাহলে কেন এমন ঘটলো সেটা ভাববার বিষয়।

এ বিষয়ে আরজদ আলী বলেন, দেশের জন্য যুদ্ধ করেছি। দেশকে স্বাধীন করেছি। আমার তো কোন শত্রু নেই। তবে কে এ কাজটা করলো! সে এটা ঠিক করেনি। আমি অসুস্থ মানুষ, আমার তো বড় ধরনের ক্ষতি হতে পারত। আমি এ ঘটনার বিচার চাই।

প্রতিবেশীরা বলেন,  বীর মুক্তিযোদ্ধার বাড়িতে রাতের আধারে আগুন, এটা খুব দুঃখজনক বিষয়। আমরা যদি দ্র‍ুত আগুন নিয়ন্ত্রনে না আনতাম তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠাই এবং মুক্তিযোদ্ধার খোঁজ খবর নিয়েছি। এ ঘটনায় বিষয়ে মুক্তিযোদ্ধার পরিবার থেকে মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়