ইফতেখার আলম, রাজশাহী: জেলার চারঘাট উপজেলায় ১ টি লোহার তৈরী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ জান মোহাম্মদ (৫০) নামের এক অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
জান মোহাম্মদ চারঘাট থানাধীন চামটা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। রোববার চারঘাট থানার মৌগাছী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জান মোহাম্মদ নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রেখে ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেন।
পরবর্তীতে তার বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির
প্রতিনিধি/আইএফ/জেএ