ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস ও চোরাইপণ্যসহ মাহমুদ উল্লাহ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদক পাচারে ব্যবহৃত কাঠের নৌকাটি জব্দ করা হয়।
রোববার (২৬ মার্চ) ভোরে নাফনদী থেকে তাকে আটক করা হয়। আটককৃত টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার নুরুল আলমের ছেলে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, রোববার ভোরে বড়ইতলী এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যে ব্যাটালিয়ন সদরের একটি টহলদল ঐ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে হস্তচালিত একটি কাঠের নৌকা আসতে দেখা যায়। বিজিবি টহলদল নৌকাটি দেখা মাত্র এগিয়ে গেলে নৌকায় থাকা ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে নৌকাসহ আটক করেন। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে নৌকার ভিতরে জালের মধ্যে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ২ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩৯ প্যাকেট রীচ কফি, ২০ কেজি কারেন্ট জাল, ৮০ কেজি সুতার জাল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ রীচ কফি, কারেন্ট জাল, সুতার জাল ও কাঠের নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয় এবং ক্রিস্টাল মেথ আইসসহ আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে