শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৬:২২ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ বছর পর

চাঞ্চল্যকর ১১ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আমিনুল হক প্রকাশ

কল্যাণ বড়ুয়া, চট্টগ্রাম(বাঁশখালী): চাঞ্চল্যকর ১১ হত্যা মামলার পলাতক আসামি আমিনুল হক প্রকাশ আমিলিক্যাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার এ তথ্য জানায় বাঁশখালী থানা পুলিশ। 

জানা যায়,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি )মোঃ কামাল উদ্দিন পিপিএম এর  নির্দেশনায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই মুজিবুর রহমান সঙ্গীয়  ফোর্সের সহায়তায় গোপন সূত্রের ভিত্তিতে  সাধনপুর এলাকা হতে আসামি খানখানাবাদ ইউনিয়নের ডোংরা এলাকার অছি উদ্দিনের পুত্র আমিনুল হক প্রকাশ আমিলিক্যা এলাকায় আসার খবরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানার মামলা ছিলো। পেনাল কোড এর পরোয়ানার ফলে দীর্ঘ সময় আত্নগোপনে ছিল সে।  

২০০৩ সালের ১৮ নভেম্বর বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের তেজেন্দ্র লাল শীল ঘরের দরজার বাহির থেকে তালা দিয়ে ঘরে আগুন লাগিয়ে নারী শিশুসহ ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। 

ঐদিনের ঘটনায় হত্যার শিকার ১১ জন হলেন-তেজেন্দ্র লাল শীল (৭০), তার স্ত্রী বকুল শীল (৬০), ছেলে অনিল শীল (৪০), অনিলের স্ত্রী স্মৃতি শীল (৩২), অনিলের তিন সন্তান রুমি শীল (১২), সোনিয়া শীল (৭) ও চার দিন বয়সী কার্তিক শীল, তেজেন্দ্র শীলের ভাইয়ের মেয়ে বাবুটি শীল (২৫), প্রসাদি শীল (১৭), অ্যানি শীল (৭) এবং কক্সবাজার থেকে বেড়াতে আসা আত্মীয় দেবেন্দ্র শীল (৭২) । বর্তমানে চাঞ্চল্যকর ১১ হত্যা

মামলাটি  চট্টগ্রাম বিজ্ঞ জেলা ও দায়রা জজ ৩য় আদালত  বিচারাধীন রয়েছে। স্বাক্ষীরা নিয়মিত স্বাক্ষী না দেওয়াতে দীর্ঘ সময় গড়িয়ে যাচ্ছে মামলার রায় পেতে । এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো.কামাল উদ্দিন পিপিএম বলেন, পুলিশ অপরাধ নির্মুলে সকল অপরাধীকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাব। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়