শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৪৫ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

আটক

আশিক এলাহী, রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পন্থী মালাকার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী লিটন মালাকারকে আটক করে কারাগারে নিয়েছে পুলিশ।

বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টায় উপজেলার পারুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাহাব্দিনগর মালাকার পাড়া এলাকার শ্বশুর বাড়ির থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর পরেরদিন বৃহস্পতিবার বিকালে নিহতের বাবা মন্টু চৌধুরী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে স্বামী লিটন মালাকারকে অভিযুক্ত করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।

নিহত গৃহবধূ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের মালাকার পাড়া গ্রামের মন্টু চৌধুরীর মেয়ে। বাড়ি ফটিকছড়ি। তবে বাবার বাড়ির লোকজন রাঙামাটি আসামবস্তি থাকেন।

গ্রেফতার লিটন রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের মৃত রাজেন্দ্র মালাকারের ছেলে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর ৪টায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে লাশ খাটে পড়ানো অবস্থায় দেখা যায়। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। 

তিনি জানান, নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগের ভিত্তিতে থানায় আত্মহত্যা প্ররোচনায় মামলা দায়ের হয়েছে। এরপর স্বামী লিটন মালাকারকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়