শিরোনাম
◈ দেশের বাজারে আবারও কমলো সোনার দাম! ◈ জুলাই সনদ নিয়ে মুখোমুখি সরকার-বিএনপি ◈ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর ◈ মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানালেন শিক্ষা উপদেষ্টা ◈ রেকর্ড বৃদ্ধির পর দুবাইয়ের স্বর্ণবাজারে দামের পতন, দেশে ভরি কত? ◈ ফেসবুক সরগরম ‘হ্যাঁ’ ‘না’ পোস্টে, কিন্তু কেন? ◈ ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির ◈ ইসির যুক্ত করা ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে যা জানাল এনসিপি ◈ কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ১১:১২ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখ বেঁধে এসিড দিয়ে পুড়িয়ে হত্যা, ২ জনের যাবজ্জীবন

শাহাজাদা এমরান: কুমিল্লায় মুখ বেঁধে এসিড দিয়ে পুড়ে হত্যার অভিযোগে দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে উভয়ের দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

এসময় মামলার আরেক আসামীকে খালাস দেয়া হয়। মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. জাহিদ হাসান (বাবু) ও মো. মাসুম মিয়া।

জানা গেছে, ২০১৭ সালের ১২ মার্চ দাউদকান্দি থানাধীন গৌরীপুরস্থ নিউ মাকের্টে চুরির সময় দেখে ফেলায় নাইট গার্ড শফিকুল ইসলামকে হত্যা করে তারা। পরে তার লাশ যেন চেনা না যায় তাই এসিড দিয়ে পুড়িয়ে দেয়। এঘটনার শফিকুল ইসলামের স্ত্রী মোসা. জোসনা বেগম অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করে। পরে তদন্ত করে আসামীদের পুলিশ গ্রেফতার করে। আসামীরা জবানবন্দী দিলে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, একটি মোবাইল দোকানে চুরির সময় দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি। পরিচয় যেন না সনাক্ত হয় তাই লাশ এসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় আসামীরা উপস্থিত ছিলেন। রায়ের পর আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএ
  

  • সর্বশেষ
  • জনপ্রিয়