শিরোনাম
◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান 

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ৪ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

লোকসানা আকতার

শাহাদাত হোসেন, রাউজান( চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে চার দিন আগে নিখোঁজ হওয়া গৃহবধূ লোকসানা আকতার (২৮) এর মরদে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায়  উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আশরাফ খান মাতাব্বরের বাড়ির নালা থেকে এই  মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ওই এলাকার মুহাম্মদ আজমের স্ত্রী ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের সৌদিয়া প্রজেক্ট এলাকার মোহাম্মদ মফিজের মেয়ে। ৮ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। 

দাম্পত্য জীবনে তাদের  মাহফুজ (৭), কায়েস (৫), রমজান নামে আট মাস বয়সী ৩টি ছেলে সন্তান রয়েছে। নিহতের ননদ ফেরদৌস আকতার জানান, গত রবিবার (২৭ নভেম্বর) থেকে নিখোঁজ ছিল ভাবি। বিকালে আমি বাথরুমে যাওয়ার সময় নাকে গন্ধ লাগে, তখন আমি আমার মামাকে খবর দিয়েছি। মামা স্থানীয় ইউপি সদস্যকে খবর দিলে তিনি থানা পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য উদয় দত্ত অর্ক বলেন, খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে আসি। বাড়ির পেছনের টয়লেটের পাশের নালায় মরদেহ দেখতে পায়।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহতের ছোট বোন তাহমিনা আকতার অভিযোগ করে বলেন, আমার বোনকে মেরে ফেলা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই আমি। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবদুল্লাহ আল হারুন বলেন, বাড়ির পেছনের সীমানা দেয়ালের পাশে পরিত্যক্ত নালায় ঢাকনা দেওয়া অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে৷ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। 

প্রতিনিধি/জেএ
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়