শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৯:১৯ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৯:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরায় পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরায় এস.এস.সি. পরীক্ষায় ফেল করায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম সাদিয়া আক্তার। সে ওই গ্রামের জাহিরের বাড়ির কৃষক সোহরাফ মিয়ার মেয়ে। 

স্থানীয় সূত্র জানায়, সাদিয়া আক্তার রায়পুরা উপজেলার আলহাজ্ব বজলুল হক জে.এম. উচ্চ বিদ্যালয় (জয়নগর) থেকে মানবিক বিভাগে এস.এস.সি পরীক্ষায় অংশ নেয়। সোমবার (২৮ নভেম্বর) এস.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল হাতে পেয়ে জানতে পারে সে ইংরেজী ও গণিত বিষয়ে অকৃতকার্য  হয়েছে। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পরে।

বিষয়টি ওই শিক্ষার্থী তার বড় বোনের সাথে মুঠোফোনে জানালে খবরটি শুনে বোনকে শান্তনা দিতে বাড়িতে এসে মঙ্গলবার দুপুরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে সে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় সাদিয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে স্থানীয়রা এ  দৃশ্য দেখে রায়পুরা থানায় খবর দেন। 

নিহতের বান্ধবী লিজা সাংবাদিকদের জানান, পরীক্ষায় ফেল করার পর থেকে রাত পর্যন্ত বিষণ কান্নাকাটি শুরু করে। বাড়ির সকলে বোর্ডে পুণরায় যাচাইয়ের জন্য আবেদনসহ মনকে শক্ত করার শান্তনা দেন। মঙ্গলবার বিকেলে অনলাইনে পুণ:যাচাইয়ের জন্য আবেদনের কথা ছিলো। দুপুরে শুনলাম সে আত্মহত্যা করেছে। 

রায়পুরা থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, সাদিয়া এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ায় দুপুরে নিজ ঘরে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়