শিরোনাম
◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০২:০৮ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমকামিতায় বাধ্য করায় কাউসারকে হত্যা করে সিফাত

বালু ব্যবসায়ী কাউসার খাঁন

হারুন-অর-রশীদ, ফরিদপুর: সমকামিতার বলি হলেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বালু ব্যবসায়ী কাউসার খাঁন (৪০)। সাফায়ত ইসলাম সিফাত (১৬) নামের এক তরুণ উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে বলে দাবি পুলিশের। তথ্যপ্রযুক্তির ব্যবহার করে হত্যার সাথে জড়িত অভিযোগে সিফাতকে ও হত্যার আলমত নষ্ট করার অপরাধে সিফাতের পিতা মো. শাহিন মোল্লাক (৫০) গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মো. শাহজাহান সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল, ডিবির ওসি মোহাম্মদ মামুনুর রশীদসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। 

প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, নিহত বালু ব্যবসায়ী কাউসার খান সিফাতকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে সমকামিতায় বাধ্য করতেন। বালু ব্যবসায়ী কাউসারকে হত্যার দিন সিফাতকে সমকামিতায় বাধ্য করেন কাউসার। সমকামিতার এক পর্যায়ে সুইচ চাকু দিয়ে কাউসারের গলায় চাকুঘাত করেন সিফাত। পরে কাউসার মাটিতে উপুড় হয়ে লুটিয়ে পড়লে পিঠের উপর বসে তার পিঠ, গলা, গর্দান ও মাথার পিছনের অংশে উপর্যুপরি চাকুঘাত করে কউসারের মৃত্যু নিশ্চিত করেন। পরে তাকে বালু চাপা দিয়ে তার (কাউসার) মোটরসাইকেল নিয়ে পালায় সিফাত। 

এ হত্যাকান্ডের পর এঘটনার রহস্য উদঘাটনে পুলিশ সুপার মো. শাহজাহানের নির্দেশ মাঠে নামেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকারের নেতৃত্ব ডিবি পুলিশসহ পুলিশের একটি বিশেষ টিম। তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সিফাতের হত্যার ব্যাপারটি জানতে পারে পুলিশ। 


পরে সিফাতকে গ্রেফতার করে জিজ্ঞেসাবাদে সে হত্যার কথা স্বীকার করেন। পরে সিফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের নিজ বাড়ি থেকে মোবাইলের পোড়া অংশ বিশেষ, গায়ে পরিহিত জ্যাকেট, পরিহিত শার্ট প্যান্ট ও হত্যা কান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

এঘ টনায় ফরিদপুরের চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৭।

প্রসঙ্গ, শুক্রবার (২৫ নভেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন বালু ব্যবসায়ী মো. কাউসার খাঁন। পরের দিন (২৬ নভেম্বর) সকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের জাজেরার সূরার ভাঙ্গা মাথা নামক স্থানে পদ্মার বালুচরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, খবর পেয়ে ওইদিনই ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ও চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় পুলিশ সুপার মো. শাহজাহান হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছিলেন।

এমএইচ/এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়