শিরোনাম
◈ স্বৈরাচার জিয়াউর রহমান কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল  ◈ মহাখালী ও কাপ্তানবাজারে ৩ শতাধিক ঘর পুড়ে ছাই, দগ্ধ ৭  ◈ বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২ রানে হারালো বাংলাদেশ ◈ ৩০ মার্চ থেকে সরকারি হাসপাতালেই বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু: স্বাস্থ্যমন্ত্রী ◈ সমকামীদের অ্যাপের ফাঁদে পড়ে খুন হন স্থপতি ইমতিয়াজ, গ্রেপ্তার ৩ ◈ মাছ মাংস ছাড়াই খাবার ব্যয় বেড়েছে ১৪৪৩টাকা ◈ রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর ◈ প্রতিরক্ষামন্ত্রীর বরখাস্তে ইসরাইলে প্রতিবাদের ঝড় ◈ ধর্মঘটে অচল জার্মানীর পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক  ◈ আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:৫৪ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমের ওষুধ খেয়ে বিবিএ শিক্ষার্থীর আত্মহত্যা

আত্মহত্যা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর বাড্ডায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে বিবিএ এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায়।

মৃত ইসরাত জাহান (২১) নুশরাত বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটিতে বিবিএর প্রথম বর্ষের ছাত্রী ছিল। পরিবারের সঙ্গে মধ্যবাড্ডা আদর্শনগর এলাকায় থাকতো।

মৃত ইসরাতের বাবা হুমায়ুন কবির বলেন, সে একটু রাগী ছিল। বিবিএ পড়াশোনা করছিল, সেশন জটের কারণে পরীক্ষা দেয়া হয়নি।গত কাল বুধবার রাতে তিনি কর্মস্থল থেকে এসে দেখেন মেয়ে ঘুমিয়ে পড়েছে। তখনও বুঝতে পারেননি, ইসরাত ঘুমের ওষুধ সেবন করেছে।
পরে রাতে তার মুখ দিয়ে অতিরিক্ত লালা বেড়াচ্ছিল। তখন বিষয়টি জানতে পেরে। বুধবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে পাকস্থলী পরিস্কার করে মেডিসিন বিভাগে ভর্তি দেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টায় তার মৃত্যু হয়।

তিনি দুঃখ করে বলেন, এর আগেও একবার এমনই ঘটনা ঘটিয়ে ছিল। একটু শাসন করতে গেলে এমনটি করে বসে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বেলাল হোসেন বলেন, মৃত দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পটুয়াখালী সদর উপজেলার হুমায়ুন কবির এর মেয়ে। বর্তমানে মধ্যে বাড্ডায় পরিবারের সাথে থাকতো। দুই বোনের মধ্যে ইসরাত ছিল বড়।
তার বাবা হুমায়ুন কবির একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সম্পাদনা: এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়