শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:৫৪ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমের ওষুধ খেয়ে বিবিএ শিক্ষার্থীর আত্মহত্যা

আত্মহত্যা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর বাড্ডায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে বিবিএ এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায়।

মৃত ইসরাত জাহান (২১) নুশরাত বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটিতে বিবিএর প্রথম বর্ষের ছাত্রী ছিল। পরিবারের সঙ্গে মধ্যবাড্ডা আদর্শনগর এলাকায় থাকতো।

মৃত ইসরাতের বাবা হুমায়ুন কবির বলেন, সে একটু রাগী ছিল। বিবিএ পড়াশোনা করছিল, সেশন জটের কারণে পরীক্ষা দেয়া হয়নি।গত কাল বুধবার রাতে তিনি কর্মস্থল থেকে এসে দেখেন মেয়ে ঘুমিয়ে পড়েছে। তখনও বুঝতে পারেননি, ইসরাত ঘুমের ওষুধ সেবন করেছে।
পরে রাতে তার মুখ দিয়ে অতিরিক্ত লালা বেড়াচ্ছিল। তখন বিষয়টি জানতে পেরে। বুধবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে পাকস্থলী পরিস্কার করে মেডিসিন বিভাগে ভর্তি দেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টায় তার মৃত্যু হয়।

তিনি দুঃখ করে বলেন, এর আগেও একবার এমনই ঘটনা ঘটিয়ে ছিল। একটু শাসন করতে গেলে এমনটি করে বসে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বেলাল হোসেন বলেন, মৃত দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পটুয়াখালী সদর উপজেলার হুমায়ুন কবির এর মেয়ে। বর্তমানে মধ্যে বাড্ডায় পরিবারের সাথে থাকতো। দুই বোনের মধ্যে ইসরাত ছিল বড়।
তার বাবা হুমায়ুন কবির একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সম্পাদনা: এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়