শিরোনাম
◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৪ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা পিবিআই কার্যালয়ে চুরি, আটক ৪

পিবিআই কার্যালয়

আল আমিন : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কুমিল্লা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। তবে চুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে পিবিআইয়ের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে।

তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন পিবিআই কুমিল্লার পরিদর্শক তৌহিদুল ইসলাম।

রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় একটি ভাড়া করা বহুতল ভবনের নিচতলা থেকে এসব মালামাল চুরির ঘটনা ঘটে।

তবে সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়। সোমবার রাতে পিবিআই, কুমিল্লার পরিদর্শক তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

পিবিআই, সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে কার্যালয়ের নিচতলার একটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্রের সদস্যরা।

ভেতরে ঢোকার আগে ভবনের প্রবেশ পথের সিসিটিভি ক্যামেরা উপরের দিকে ঘুরিয়ে রাখা হয়। পরে একটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, দু’টি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ৫টি ল্যাপটপ এবং ১৫টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় তারা।

সকালে চুরির বিষয়টি টের পেয়ে চোরদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেন পিবিআই কর্মকর্তারা। পরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুপুরের মধ্যেই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেন তারা।

পিবিআইয়ের পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সকল মালামালসহ চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতরা আগেও জেলার বাইরে বিভিন্ন অফিসে চুরি করেছে বলে স্বীকার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

চক্রটিতে আরো কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়