রাজধানীতে এক চীনা নাগরিকের মানিব্যাগ চুরির ঘটনায় সাব্বির (১৯) ও মো. অন্তু (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৭ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মিরপুর-১০ এর মেট্রোরেল স্টেশনের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় আসামিরা এক চীনা পর্যটকের মানিব্যাগ চুরি করে। মানিব্যাগে ছিল নগদ ৩০ হাজার টাকা, ৪০০ মার্কিন ডলার ও পোস্টাল ব্যাংক অব চায়নার একটি ব্যাংক কার্ড। এ ঘটনায় চীনা পর্যটকের বন্ধু জিন্নাতুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
তালেবুর রহমান আরও বলেন, মামলাটি তদন্তে মিরপুর থানার একটি টিম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে। গত ২১ আগস্ট রূপনগর থানার চলন্তিকা বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে সাব্বিরকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে আজ মিরপুর-১০ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত অপর আসামি মো. অন্তুকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এই উপ-পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাব্বির ও অন্তু ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।