শিরোনাম
◈ বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে আদর্শিক লড়াইয়ের ঘোষণা থালাপতি বিজয়ের ◈ নারীর গলায় কাপড় প্যাঁচানো, শিশুর দেহ বাঁধা—বুড়িগঙ্গা থেকে চারজনের মরদেহ উদ্ধার ◈ এনসিপির সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে ‘ডিল’ করা উচিত: এনসিপি ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর ◈ টেকনাফে বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ রাখাইনে তুমুল যুদ্ধ, ১৪টি শহর বিদ্রোহীদের দখলে, নজর রাখছে চীন ও ভারত ◈ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে: সালাহ উদ্দিন আহমদ ◈ খালেদা জিয়ার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কার্নির

প্রকাশিত : ২৪ জুন, ২০২৫, ০১:১৩ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমণ্ডির যুব মহিলা দল নেত্রীর নামে ছড়ানো এডাল্ট ভিডিও ভুয়া: রিউমর স্ক্যানার

সম্প্রতি এক নারীর একটি এডাল্ট ভিডিও ‘ধানমণ্ডির যুব মহিলা দলের প্রচার সম্পাদক শায়লা শারমিন চৌধুরীর শরীর প্রচার করা দেখুন’ ক্যাপশনে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে যুব মহিলা দল নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অনুমোদিত কোনো অঙ্গ কিংবা সহযোগী সংগঠনই নেই বলে জানিয়েছে রিউমর স্ক্যানার। 

ওই ভিডিও নিয়ে রিউমর স্ক্যানার জানায়, ইন্টারনেট থেকে এক ভারতীয় নারীর ভিডিও সংগ্রহ করে তা ধানমণ্ডির যুব মহিলা দলের প্রচার সম্পাদক শায়লা শারমিন চৌধুরীর দাবিতে প্রচার করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে ‘Aabha Paul’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্টকৃত ২০২২ সালের ২ অক্টোবর প্রচারিত একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচার করা একটি ভিডিওর পুরোপুরি মিল খুঁজে পাওয়া গেছে।

ওই অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে অ্যাকাউন্টটি থেকে এমন আরো ভিডিও প্রচার করতে দেখা যায়।

জানা যায়, আভা পাল একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল। অ্যাকাউন্টটিতে লোকেশন হিসেবে ভারতের নাম উল্লেখ রয়েছে।

রিউমর স্ক্যানার টিম এ বিষয়ে জানতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, যুব মহিলা দল নামে বিএনপির কোনো সংগঠনই নেই।

পরবর্তীতে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দলটির ৯টি সহযোগী ও ২টি অঙ্গ সংগঠনের নাম পাওয়া যায়। ১১টির সংগঠনের মধ্যে যুব মহিলা দল নামে কোনো সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি।

সহযোগী সংগঠনগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এ ছাড়া অঙ্গসংগঠনগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

রিউমর স্ক্যানার জানায়, ইন্টারনেট থেকে ভারতীয় নারীর ভিডিও সংগ্রহ করে কথিত যুব মহিলা দলের ধানমণ্ডি শাখার প্রচার সম্পাদকের এডাল্ট ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়