শিরোনাম
◈ নারীর গলায় কাপড় প্যাঁচানো, শিশুর দেহ বাঁধা—বুড়িগঙ্গা থেকে চারজনের মরদেহ উদ্ধার ◈ এনসিপির সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে ‘ডিল’ করা উচিত: এনসিপি ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর ◈ টেকনাফে বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ রাখাইনে তুমুল যুদ্ধ, ১৪টি শহর বিদ্রোহীদের দখলে, নজর রাখছে চীন ও ভারত ◈ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে: সালাহ উদ্দিন আহমদ ◈ খালেদা জিয়ার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কার্নির ◈ আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন, এখন অনেক ক্ষেত্রেই তারা অসহায়: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ জুন, ২০২৫, ০৩:১৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাপাতি নিয়ে এফডিসিতে ঢুকে হামলা-ভাঙচুর, হামলাকারী যুবক গ্রেফতার

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানিক মিয়া নামের হামলাকারী এক যুবককে গ্রেফতার করেছে শিল্পাঞ্চল থানা পুলিশ।

শনিবার (৩১ মে) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, এফডিসিতে হামলার অভিযোগে এফডিসির লোকজনের সহায়তায় মানিক মিয়া নামের ওই যুবককে গ্রেফতার করে থানায় আনা হয়। এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ মামলা করছে। এ মামলায় আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশের অন্য একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানিক নামের ওই যুবক মাদকাসক্ত। ঠিক কী কারণে সে চাপাতি হাতে কেপিআইভুক্ত এলাকায় ঢুকে এ ধরনের কর্মকাণ্ড করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চাপাতি হাতে ওই যুবক এফডিসিতে প্রবেশ করে চলচ্চিত্র পরিচালক খোরশেদ আলম খসরু ও এস এ হক অলিককে খুঁজতে থাকেন। তাদের না পেয়ে একপর্যায়ে এফডিসির প্রশাসনিক ভবনে ঢুকে সেখানকার বেশকিছু গ্লাস ভাঙচুর করেন।

এসময় উপস্থিত জনতা পুলিশকে খবর দিলে শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হামলাকারী যুবককে গ্রেফতার করে। সূত্র: জাগোনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়