শিরোনাম
◈ ভারত–চীন ঘনিষ্ঠতা: এশিয়ার ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ ◈ মধ্যরাতে উত্তাল বুয়েট, ৩ দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা (ভিডিও) ◈ ঈদে মিলাদুন্নবীর ছুটি কবে? ◈ ডিসেম্বরে তফসিল ঘোষণা, পিআর পদ্ধতিতে কোনও নির্বাচন হবে না: কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদ ◈ বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে আদর্শিক লড়াইয়ের ঘোষণা থালাপতি বিজয়ের ◈ নারীর গলায় কাপড় প্যাঁচানো, শিশুর দেহ বাঁধা—বুড়িগঙ্গা থেকে চারজনের মরদেহ উদ্ধার ◈ এনসিপির সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে ‘ডিল’ করা উচিত: এনসিপি ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর ◈ টেকনাফে বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০১:১৬ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তান লাভের আশায় প্রতারককে দিলেন ২৫ ভরি স্বর্ণ! (ভিডিও)

সব সমস্যার সমাধান মিলবে ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামে ফেসবুক গ্রুপে। এমন প্রচারণা নজরে আসার পর সেই গ্রুপে এক পোস্টদাতার খপ্পরে পড়ে ২৫ ভরি স্বর্ণ খোয়ান রাজধানীর নিউমার্কেট এলাকার এক নারী। অবশ্য সেই প্রতারক চক্রের শেষ রক্ষা হয়নি। চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৭ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।

পুলিশের এ কর্মকর্তা জানান, সন্তান না থাকার অপূর্ণ ইচ্ছাপূরণে নিউমার্কেট এলাকার এক নারী সবশেষ শরণাপন্ন হন ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামে ফেসবুক গ্রুপের। ওই গ্রুপে একটি পোস্টে তদবির রুকাইয়া লেখা দেখে পোস্টদাতার মেসেঞ্জারে যোগাযোগ করেন তিনি। কথা হয় বাচ্চা না হওয়া বিষয়ে। পরে অনলাইন প্রতারকদের ফাঁদে পড়ে ওই নারী হারান ২৫ ভরি স্বর্ণসহ নগদ টাকা ও কাপড়।

মানুষের সরলতাকে পুঁজি করে চক্রটি প্রতারণা করতো জানিয়ে তিনি বলেন, ওই ঘটনার এক বছর পর চক্রের তিন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। সেইসঙ্গে অভিযানে ৮৫ ভরি স্বর্ণসহ নগদ সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

মো. মাসুদ আলম বলেন, প্রথমে সাভারে আশিফুর রহমান নামে একজনকে ধরলে তিনি বিষয়টি স্বীকার করেন। ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ গ্রুপের এডমিন সানজিদা আলম। এটা তার ভুয়া নাম। তার আসল নাম অনামিকা। তিনি মোহাম্মদপুরে বসিলা হাউজিংয়ে স্বামীর সঙ্গে থাকেন।

‘অনলাইনে ভুয়া পেজ বা আইডির মাধ্যমে আমরা প্রতরণার শিকার হচ্ছি। এ বিষয়ে সবার সচেতন হওয়া দরকার। যাদের বাচ্চা হয় না, তারা হতাশায় থাকেন। তারা ভাবেন, যেভাবেই হোক বাচ্চা লাগবে। সব মিলিয়ে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে’, যোগ করেন পুলিশের এ কর্মকর্তা।  সূত্র: সময়টিভি, যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়