শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ০৪:০৬ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে

মুন্সীগঞ্জে একটি যাত্রীবাহী লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটে ৯ মে রাতে, যখন ঢাকাগামী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামে।

কী ঘটেছিল সেদিন?
প্রত্যক্ষদর্শীদের মতে, লঞ্চে থাকা কয়েকজন তরুণ-তরুণীর আচরণ ও বেশভূষা দেখে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করেন যে তারা মাদকসেবন করছেন। এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা লঞ্চে উঠে তল্লাশি চালান এবং কিছু তরুণ-তরুণীকে 'আপত্তিকর অবস্থায়' পাওয়ার দাবি করেন। এরপর উত্তেজিত জনতা লঞ্চে ভাঙচুর ও মারধর শুরু করেন।

একটি ভিডিওতে দেখা যায়, নেহাল আহমেদ ওরফে জিহাদ নামের এক যুবক দুই তরুণীকে লঞ্চের সামনের অংশে উঠিয়ে বেল্ট দিয়ে মারধর করছেন। এ সময় উপস্থিত লোকজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে উল্লাস করছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

আইনি পদক্ষেপ
ঘটনার পর মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মিলন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন। মামলায় নেহাল আহমেদসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়। পুলিশ নেহাল আহমেদকে গ্রেপ্তার করে এবং আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

অভিযুক্তের বক্তব্য
নেহাল আহমেদ দাবি করেন, তিনি 'বড় ভাই' হিসেবে তরুণীদের শাসন করেছেন এবং তার এই কাজ ভুল ছিল বলে অনুতপ্ত। তিনি আরও বলেন, স্থানীয়দের উত্তেজনা থেকে তরুণীদের রক্ষা করার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন ।

সামাজিক প্রতিক্রিয়া
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই প্রকাশ্যে নারীদের মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বিস্তারিত ভিডিও প্রতিবেদন
ঘটনার বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন:

  • সর্বশেষ
  • জনপ্রিয়