শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০৬ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রোস্টেশন থেকে মোবাইল চুরির ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়

বসে পড়ে ফোনটি তুলে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেন ওই ব্যক্তি।

রাজধানী ঢাকার কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশন থেকে এক যাত্রীর ভুল করে রেখে যাওয়া মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। আর এই চুরির ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কারওয়ানবাজার স্টেশনের ম্যানুয়াল টিকেট কাউন্টারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ম্যানুয়াল কাউন্টার থেকে টিকিট কাটার সময় এক যাত্রী কাউন্টারের দেওয়ালের ওপর তার মোবাইল ফোনটি রাখেন। টিকিট নিয়ে চলে যাওয়ার সময় তিনি ফোনটি নিতে ভুলে যান। এ সময় ফোনটি ভাইব্রেশন মোডে ছিল।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে ফোনটিতে কল আসায় ভাইব্রেশন হতে থাকে। ভাইব্রেশনের কারণে একপর্যায়ে মোবাইল ফোনটি নিচে পড়ে যায়। এ সময় পাঞ্জাবি-টুপি পরিহিত এক ব্যক্তি এসে কাউন্টারে কথা বলেন। এরপর পকেট থেকে নিজের মোবাইল ফোনটি বের করে কিছু একটা দেখতে থাকেন আর পড়ে থাকা মোবাইল ফোনটি পা দিয়ে আড়াল করেন। একপর্যায়ে তিনি বসে পড়ে ওই ফোনটি তুলে নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেন। তারপর দ্রুত সেখান থেকে সঁটকে পড়েন।

এ ঘটনার ভিডিও প্রকাশ পাওয়ার পর তা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ নেটিজেন ওই ব্যক্তির সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই তাকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়