শিরোনাম
◈ বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে আদর্শিক লড়াইয়ের ঘোষণা থালাপতি বিজয়ের ◈ নারীর গলায় কাপড় প্যাঁচানো, শিশুর দেহ বাঁধা—বুড়িগঙ্গা থেকে চারজনের মরদেহ উদ্ধার ◈ এনসিপির সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে ‘ডিল’ করা উচিত: এনসিপি ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর ◈ টেকনাফে বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ রাখাইনে তুমুল যুদ্ধ, ১৪টি শহর বিদ্রোহীদের দখলে, নজর রাখছে চীন ও ভারত ◈ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে: সালাহ উদ্দিন আহমদ ◈ খালেদা জিয়ার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কার্নির

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০৬ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রোস্টেশন থেকে মোবাইল চুরির ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়

বসে পড়ে ফোনটি তুলে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেন ওই ব্যক্তি।

রাজধানী ঢাকার কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশন থেকে এক যাত্রীর ভুল করে রেখে যাওয়া মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। আর এই চুরির ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কারওয়ানবাজার স্টেশনের ম্যানুয়াল টিকেট কাউন্টারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ম্যানুয়াল কাউন্টার থেকে টিকিট কাটার সময় এক যাত্রী কাউন্টারের দেওয়ালের ওপর তার মোবাইল ফোনটি রাখেন। টিকিট নিয়ে চলে যাওয়ার সময় তিনি ফোনটি নিতে ভুলে যান। এ সময় ফোনটি ভাইব্রেশন মোডে ছিল।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে ফোনটিতে কল আসায় ভাইব্রেশন হতে থাকে। ভাইব্রেশনের কারণে একপর্যায়ে মোবাইল ফোনটি নিচে পড়ে যায়। এ সময় পাঞ্জাবি-টুপি পরিহিত এক ব্যক্তি এসে কাউন্টারে কথা বলেন। এরপর পকেট থেকে নিজের মোবাইল ফোনটি বের করে কিছু একটা দেখতে থাকেন আর পড়ে থাকা মোবাইল ফোনটি পা দিয়ে আড়াল করেন। একপর্যায়ে তিনি বসে পড়ে ওই ফোনটি তুলে নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেন। তারপর দ্রুত সেখান থেকে সঁটকে পড়েন।

এ ঘটনার ভিডিও প্রকাশ পাওয়ার পর তা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ নেটিজেন ওই ব্যক্তির সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই তাকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়