শিরোনাম
◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৫ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়েছেন তিন আসামি (ভিডিও)

ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাসে ডাকাতি ও ২ জন নারীকে ধর্ষণের ঘটনা ঘটলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

পুলিশ জানায়, বাসটির হেল্পার এবং সুপারভাইজারকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার নাটোরের জুডিশিয়াল আদালতে তোলা হয়। পরবর্তীতে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে রাজশাহীগামী একটি বাস যাত্রা শুরু করে। চন্দ্রা থেকে কয়েকজন নতুন যাত্রী ওঠে। পরে টাঙ্গাইলে পৌঁছালে ওই যাত্রীরা অস্ত্রের ভয় দেখিয়ে বাসটি নিয়ন্ত্রণে নেয়। তারা যাত্রীদের কাছ থেকে সব মালামাল লুট করে এবং দুই নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর মির্জাপুর এলাকায় ডাকাতরা বাস থেকে নেমে পালিয়ে যায়।

একজন ভুক্তভোগী জানান, তার কাছে এক লাখ ২০ হাজার টাকা ছিল, যা ডাকাতরা লুট করে নেয়। গাড়িতে থাকা অন্য যাত্রীদের কাছ থেকেও সর্বস্ব ছিনিয়ে নেয় তারা।

ভুক্তভোগীদের দাবি, ড্রাইভার এবং হেল্পারও ডাকাতদের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, বাসটিকে থামিয়ে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়