শিরোনাম
◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত বৃহস্পতিবারে সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যাপক তাণ্ডব. ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে

রাজধানীর মহাখালী ও বনানী এলাকায় বৃহস্পতিবারের (১৮ জুলাই) ‘কমপ্লিট শাটডাউনে’ ব্যাপক সহিংসতা ও ভাঙচুর করা হয়েছে। সেতু ভবনে পুড়িয়ে দেয়া হয় কয়েকটি ফ্লোর। আগুন দেয়া হয় প্রতিষ্ঠানটির প্রায় অর্ধশত গাড়িতে। বাদ যায়নি পাশের সড়ক ভবন ও ঢাকা সড়ক বিভাগের অফিসও। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীর টোলপ্লাজা কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। সূত্র : সময় টিভি

সরেজমিনে দেখা যায়, সেতু ভবনে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য গাড়ি। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীর টোলপ্লাজাও ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। সেতুভবনের পাশে বিআরটিএ ভবনেও চালানো হয় হামলা।

আন্দোলনকারীদের দেখে ছাত্র মনে হয়নি জানিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, সেতু ভবনে ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত এসে প্রথমে ভাঙচুর চালায়। গ্লাসগুলো সব ভেঙে ফেলা হয়। তারপরই বিভিন্ন স্থানে আগুন দেয়া শুরু করেন তারা।

তারা বলেন, দুর্বৃত্তদের অতর্কিত হামলায় প্রথমে আমরা ভেতরে চলে যাই। তখন নাশকতাকারীরা ভাঙচুর চালায় এবং বাহিরে থাকা গাড়িগুলোতে আগুন দেয়। আগুন থেকে বাঁচতে ভবন থেকে ৩-৪ জন লাফ দেন। এতে তারা আহত হন।
 
জানা যায়, আগুন নেভানোর কোনো অবস্থাও ছিল না। গাড়ির কাঁচগুলোও গলে গলে পড়ে। সব কিছু পুড়ে আগুন নিজ থেকে নেভে। নাশকতার এসব ঘটনায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়