শিরোনাম
◈ “জুলাই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক”— জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রধান উপদেষ্টার বক্তব্য ◈ আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম: নাহিদ ইসলামের বর্ণনায় জুলাইয়ের দিনগুলো ◈ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী: ঢাকার পুলিশ কমিশনার ◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি 

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৩:০৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ভুয়া ডিবি পরিচয়ে অটোরিক্সা ছিনতাইকারী গ্রেপ্তার

ইসমাইল হোসেন, শেরপুর: [২] জেলার নালিতাবাড়ী থেকে ভুয়া ডিবি পরিচয়ে অটো ছিনতাই মামলার মূল আসামি মো. আজাদ মিয়া (২৯) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি ১, জামালপুর। 

[৩] রোববার (১৪ জুলাই) রাত সাড়ে দশটায় ঢাকার উত্তরখান থানার বালুর মাঠ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। আজাদ মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার কারার পাড়া গ্রামের মো. আফরোজ আলীর ছেলে। সোমবার র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানান।

[৪] জানা যায়, মামলার বাদী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের বাসিন্দা মো. নুর ইসলাম (৫২) পেশায় অটো চালক। গত ৫ ই জুন তার অসুস্থতার জন্য ছেলে মো. শাহীন মিয়া (১৬) অটোরিক্সাটি চালাচ্ছিলো। দুপুর দেড়টার দিকে নালিতাবাড়ীর চিতাখোলা মোড় থেকে এক যাত্রী নকলার ধনাকুশা বাজারের যাওয়ার জন্য অটোরিক্সাটি ভাড়া করে। যাওয়ার পথে নালিতাবাড়ীর যোগানিয়া পূর্বপাড়া মোড়ে দুইজন লোক অটোরিক্সাটি থামায়। তাদের সাথে ছিল সাদা রংয়ের একটি প্রাইভেট কার।

[৫] তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিক্সার যাত্রীর দেহ তল্লাশি করে। পরে তার কাছে মাদক পাওয়ার কথা বলে সেই যাত্রীসহ অটোচালক শাহীন মিয়াকে সেই প্রাইভেটকারে উঠিয়ে নেয় এবং বলে যে, ডিবির লোক এসে অটোরিক্সা থানায় নিয়ে যাবে। পরে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার পার হয়ে একটি ফাঁকা জায়গায় এসে শাহীনের মোবাইল ফোনটি নিয়ে তাকে নামিয়ে দিয়ে চলে যায়।

[৬] এদিকে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিক্সাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা অটোরিক্সা সহ মো. সেলিম মিয়া (৪২), পিতা- আব্দুল গফ্ফার, সাং-বাউসা, থানা- ঝিকরগাছা, জেলা-যশোরকে আটক করে নালিতাবাড়ী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে অটোরিক্সাসহ উক্ত চোরকে গ্রেপ্তার করে। আসামি সেলিম পুলিশের কাছে ১৬১ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী সহযোগী মো. আজাদ মিয়ার পরিচয় প্রকাশ করে। পরবর্তীতে নুর ইসলাম নালিতাবাড়ী থানায় মামলা করেন।

[৭] ঘটনার পর থেকেই আসামি আজাদ মিয়া আত্মগোপনে ছিলো। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে র‍্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল, নারায়নগঞ্জ এবং র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানীর যৌথ অভিযানে গতরাতে ১৪ জুলাই রাতে ঢাকা জেলার উত্তরখান থেকে তাকে গ্রেপ্তার করে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়