শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৭:১৭ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

এস এম সালাহউদ্দীন, আনোয়ারা: [২] চট্টগ্রামের আনোয়ারায় মো. জালাল (৩৭) নামে এক মাছব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার মনুমিয়া দীঘির সামনে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

[৩] নিহত মো. জালাল আনোয়ারা থানার ১১ নম্বর ইউনিয়নের জুইদন্ডী গ্রামের মৃত আলতাফ মুন্সীর ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুসারী বলে জানা যায়। 

[৪] জালালের ব্যবসায়িক অংশীদার ৬ নং ওয়ার্ডের চৌকিদার মো. মহিউদ্দিন  বলেন, ‘আমি এবং জালাল ভাই পার্টনারে মাছ ব্যবসা করি। আমরা সকালে কালাবিবির দীঘির আড়তে মাছ বিক্রি করতে যাচ্ছিলাম। এর মধ্যে মনু মিয়ার দীঘির সামনে পৌঁছালে জুঁইদন্ডী এলাকার সৈয়দের ছেলে মোক্তার হোসেন, বদরুজ্জামানের ছেলে নুর হোসেন, জাকির ও বোরহানসহ আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি আমাদের গাড়িটি আটকায়। এ সময় জালাল গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যেতে চাইলে তারা জালালকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। 

[৫] পূর্ব বিরোধের কারণে এই হত্যাকাণ্ড জানিয়ে তিনি বলেন রাজনৈতিক দ্বন্দ্ব ছিল পূর্বের। যাওয়ার সময় হত্যাকারীরা আমাদের বলে গাড়ি থেকে নামলে তোদেরও কোপাব। 

[৬] চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সকাল ৭টার দিকে মো. জালাল নামে একজনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

[৭] পুলিশ জানায়, নিহত জালালের সঙ্গে জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘসময় প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

[৮] আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, ঘটনার পর পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়