শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৪ জুন, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৪, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে চাঁদাবাজির অভিযোগে রুস্তম আটক 

রফিকুল ইসলাম মিঠু: [২] রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লটের জায়গায় অবৈধ বাজার বসিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়কারী সেই রুস্তম কে আটক করেছে তুরাগ থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তুরাগ থানা পুলিশের একটি দল চাঁদার টাকাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করেন।

[৩] নার্গিস বেগম মালা নামের স্থানীয় এক টং দোকানীর কাছ থেকে দোকান বসানোর জন্য ১৫ হাজার দাবি করে রুস্তমসহ তার সঙ্গীয় আরো ৪ থেকে  ৫ জন চাঁদাবাজ। টং দোকানী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে দোকন বন্ধ করার জন্য হুমকিও দিয়ে যায়। ঘটনা জানাজানি হওয়ার পর তুরাগ থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সাদীর নির্দেশনায় কয়েক ঘণ্টার মধ্যে রুস্তমকে ৩৪ হাজার টাকাসহ আটক করেন। 

[৪] এ বিষয়ে নার্গিস বেগম মালা রুস্তমকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। চাঁদা দাবি ও গ্রহণ করার অভিযোগে আনিত মামলার অন্য আসামিরা হলেন, স্বাধীন শিকদার, আনোয়ার হোসেন, কাশেম ও খোরশেদ।

[৫] ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও রাজউকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরা ১৫ নং সেক্টরে অবৈধভাবে বাজার বসিয়ে চক্রের মুল হোতা ৫২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে রুস্তম কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। 

[৬] দীর্ঘদিন থেকে তাকে এ কাজে সহযোগিতা করে আসছে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতা। লোকমুখে শুনা যায় তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেন সাবেক মেম্বার ইব্রাহিম। তবে ইব্রাহিম মেম্বার এর সাথে রুস্তমের সখ্যর কিছু ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে উক্ত প্রতিবেদকের কাছে। 

[৭] তবে তুরাগ থানায় যোগদানকারী নতুন ওসি শেখ সাদী এসব দখল চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে তুরাগ থানা এলাকায় এ ধরণের দখল, চাদাবাজি,মাদকসহ যে কোন ধরনের অপরাধ কার্যক্রমকে কোন ভাবেই পশ্রয় দেওয়া হচ্ছে না। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়