শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র ও ডিসির মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার, ১১ সদস্যের কমিটি গঠন

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: [২] সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামা চৌধুরী ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের মধ্যস্থতায় চলমান অবরোধ প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা।

[৩] বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে পরিবহন শ্রমিকদের ৫ দফার মধ্যে যৌক্তিক দাবি পুরোনের আশ্বাস প্রদান করা হলে অবরোধ প্রত্যাহার করেন তারা। এসময় পরিবহন শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

[৪] জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বৈঠকে পরিবহন শ্রমিকদের সকল যৌক্তিক দাবি পুরোনের আশ্বাস দেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। 

[৫] সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, গণপরিবহন আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। পরিবহন পরিষেবা এক মুহূর্তের জন্য বন্ধ রাখলে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রিদের। আবার পরিবহন শ্রমিকদের সুবিধা অসুবিধার কথাও মাথায় রাখতে হবে। শ্রমিকদের যাথে কোন প্রকার সমস্যায় পড়তে না হয় সেদিকে নজর রাখা দরকার। 

[৬] এসময় মেয়র আরও বলেন, আগামী রমজান মাস পর্যন্ত সিলেটে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। রমজানের পর গ্যাস লিমিট বাড়ানোর জন্য গ্যাস কর্তৃপক্ষের সাথে আলাপ—আলোচনা করা হবে। 

[৭] ৫ দফা দাবির প্রেক্ষিতে পরিবহন শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে ১১ সদস্যের একটি কমিটি করে দিয়েছেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এই কমিটি আগমী ১১ মার্চের পরিবহন শ্রমিকদের ৫ দফা বৈঠক করবেন। 

[৮] এসময় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ নেতৃস্থানয়ী পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়