শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪৮ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধরের ঘটনায় ইউপি মেম্বার গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] ফরিদপুর সদরের (৩ আসন) কানাইপুর ইউনিয়নের রায়কাইল এলাকায় স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের সমর্থকদেরকে মারধরের মামলায় প্রধান আসামী সাবেক ইউপি মেম্বার মো. ছোহরাব শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

[৩] সোমবার (১১ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (১০ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ।

[৪] ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, গত শনিবার রাতে  কানাইপুর ইউনিয়নের রায়কাইল এলাকার ইয়াছিন বেপারীর চায়ের দোকানে হামলার ঘটনায় আহত মো. আলমগীর প্রধানিয়া (৩০) রবিবার একটি লিখিত অভিযোগ প্রদান করেন। তার অভিযোগটির সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলায় রুপান্তর করা হয়েছে। এদিকে রবিবার রাতেই অভিযান চালিয়ে ছোহরাব শেখকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১১ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৫] উল্লেখ্য, ফরিদপুর ৩ আসনের নৌকার প্রার্থী প্রার্থী শামীম হকের সমর্থক মোঃ ছোহরাব শেখ এই আসনের স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের সমর্থক মোঃ আলমগীর প্রধানিয়ার উপর শনিবার রাত ৯ টার দিকে ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে তাদের উপরে দেশীয় রামদা, ছ্যান, লাঠি, হকস্টিক দিয়ে হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

[৬] এ ঘটনায় রবিবার বিকালে মোঃ আলমগীর প্রধানিয়া (৩০) ফরিদপুর কোতায়ালী থানায় ৯ জনের নাম উল্লেখ ও ২০/২৫ জনকে অজ্ঞাত করে  একটি সাধারণ ডায়েরি করেন। পরে এটিকে মামলায় রুপান্তর করা হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়