ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: [২] কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজগর হোসেন কর্মস্থলে যোগদান করেছেন। রোববার (১০ ডিসেম্বর) সকালে ইউএনও হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
[৩] এর আগে তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।
[৪] ৩৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়ে মো. আজগর হোসেন চাকুরিতে যোগদান করেন।
[৫] জানা গেছে, মো. আজগর হোসেন রায়পুরা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।