মনজুরুল ইসলাম, নাটোর: [২] নাটোরের সিংড়া উপজেলায় ধান কাটতে এসে মোঃ রসুল (৩০) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রসুল রংপুর জেলার কামারপাড়া এলাকার বাসিন্দা।
[৩] স্থানীয় সূত্রে জানা যায়, বেলোয়া গ্রামের সম্রাট পিতা মমতাজ মাস্টারের বাড়িতে ওই কৃষক ধানকাটার কাজ করত। ১ ডিসেম্বর শুক্রবার সকাল দশটার দিকে বেলোয়া স্কুল মাঠে সে অসুস্থ হয়। পরে লোকজন চিকিৎসার জন্য রনবাঘা বাজারে নিয়ে গেলে তাহার মৃত্যু হয়। হয়তো সে গ্যাস ফর্ম অথবা হিটস্ট্রোকে ওই ব্যক্তি মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করেন স্থানীয়রা।
প্রতিনিধি/এনএইচ