ইমন মাহমুদ, ভৈরব (কিশোরগঞ্জ): [২] বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনে নৌকার মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন বলেন, দেশে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা দরকার তা আমাদের করতে হবে। ভোট দেয়ার জন্য ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। একজনের ভোট আরেকজন দিতে পারবে না। যার যার ভোট তাকেই দিতে হবে।
[৩] বুধবার বেলা ১২টার দিকে ভৈরব আইভি ভবন প্রাঙণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেয়া উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।
[৪] তিনি আরও বলেন, যদি বিএনপি নির্বাচনে না এসে দেশে নির্বাচন বন্ধ করতে চায় তাহলে তাদেরকে আর ছাড় দেয়া হবে না। তাদেরকে কঠিনভাবে প্রতিরোধ করা হবে। তাই আমাদের জন্য এই নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ। এসময় সকলকে সতর্ক থেকে নির্বাচনী কার্য সম্পাদনের জন্য আহবান জানান।
[৫] এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল হেকিম রায়হান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ প্রমূখ।
প্রতিনিধি/একে