শিরোনাম
◈ ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, ৪ বছরে উন্নয়নে বরাদ্দ সর্বনিম্ন ◈ গাজীপুরে হত্যা মামলার আসামিদের তালাবদ্ধ বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই তিন বসতঘর ◈ আওয়ামী লীগের পক্ষে ফেসবুক-ইউটিউবে কথা বললেই গ্রেপ্তার! ◈ কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন? ◈ জনঅভিযোগে সাড়া দিচ্ছে সরকার: দুর্নীতি ও অনিয়ম নিয়ে ৯০৯টি ই-মেইল, শুরু হয়েছে পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণ ◈ শেখ হাসিনার রাজনৈতিক ভুলে সব শেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা ◈ “নারীকে অপমান ইসলামবিরোধী কাজ”—নারী কমিশন নিয়ে সমালোচনার জবাবে ফরহাদ মজহার ◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৩, ০৪:১৯ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৩, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌগাছায় পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রতিকী ছবি

রহিদুল খান, যশোর: [২] চৌগাছায় পানিতে ডুবে রজনী খাতুন (৭) নামে শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে পলুয়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।

[৩] নিহতের মামা লিটন হোসেন চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের জানান, রজনী পলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। ঘটনার দিন দুপুরে তার বাবা রেজাউল ইসলাম (আমার ভগ্নিপতি) জাল নিয়ে বাড়ীর পাশে নিজের পুকুরে মাছ ধরতে যায়। এ সময় সে বাবার পিছু নিয়ে পুকুরে যায়। মাছ ধরা শেষে বাড়ী ফিরে জানতে পারে তার ছোট মেয়ে পুকুরের দিকে গেছে। অনেক খোঁজাখুঁজি করে জানতে পারেন রজনী পুকুরের ধারে খেলছিলো। 

[৪] তিনি আরও জানান, পরে পুকুরের পানিতে তার গায়ের জামা ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] এ ব্যাপারে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

[৬] চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়